Saturday, May 30, 2020

বিসিএস পরীক্ষার জন্য যোগ্যতা


শিক্ষা জীবন শেষ করে সব থেকে সম্মানিত ও আকর্ষণীয় কর্মজীবনের নাম বিসিএস। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বা গ্র্যাজুয়েট যেকোন শিক্ষার্থী নিজ ক্যারিয়ার তৈরি করতে চান একজন বিসিএস ক্যাডার হিসেবে।

বিসিএস পরীক্ষার জন্য যোগ্যতা
বিসিএস এ অ্যাপ্লাই করার শিক্ষাগত যোগত্যাঃ
এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং ১ টি তৃতীয় শ্রেণী বা সমমান। এর নিচে হবে না।
তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে।
আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ দের পয়েন্ট কিভাবে হিসেব করা হবে?
1. SSC এবং HSC এর ক্ষেত্রেঃ
৩ বা তদুর্ধ্ব =প্রথম শ্রেণী
২ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণী
১ থেকে ২ এর কম=তৃতীয় শ্রেণী
2.অনার্সের ক্ষেত্রেঃ
৩ বা তদুর্ধ্ব =প্রথম শ্রেণী
২.২৫ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণী
১.৬৫ থেকে ৩ এর কম=তৃতীয় শেণী
তথ্যসূত্রঃ বাংলাদেশ ব্যাংক
বিসিএসের জন্য যে বইগুলো কিনবেনঃআমার দৃষ্টিতে সেরা বইগুলোর নাম দিলাম। আপনারা অন্যগুলো ও কিনতে পারেন:
1. ১০ম থেকে ৩৮তম বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন বইটি দেখা (সল্যুউশন ব্যাখ্যা সহ)
2. বাংলা ও বাংলা ২য়ঃ জর্জ এর mp3
3. ইংরেজীঃ Emglish for compitative exam ও সাহিত্যের জন্য মিরাকল
i. অক্সফোর্ড এডভান্সড লার্নার ইংলিশ গ্রামার বই
ii. যেকোনও ভালো মানের ইংরেজী ব্যকরণ বই( জাকির হোসেনের বইটা ভালো , পিসি দাশ এর টাও ভালো)
iii.প্রফেসরস / ওরাকল ইংরেজী বিসিএস প্রিলিমিনারীর বই
iv.COMMON MISTAKE >> FITICATES
v.SAIFUR’S VOCABULARY/ WORD TREASURE
vi.SAIFUR’S ANALOGY
vii.SYNONYM ANTONYM বিষয়ক যে কোন বই
৪. গণিতঃ  যদি কম বোঝেন তো ওরাকল আর ভাল বুঝলে প্রফেসরস বিসিএস
i.মানসিক দক্ষতা ও গানিতিক যুক্তি বিষয়ক বই
ii. মাধ্যমিক বীজগণিত
iii.মাধ্যমিক জ্যামিতি [পরিমিতি, ত্রিকোণমিতি ১২.৩] , নিম্ন মাধ্যমিক গণিত [৮ম শ্রেণী পাটিগণিত]
৫. বিজ্ঞানঃ ১) MP3 সিরিজের বিসিএস বিজ্ঞান সমগ্র [খুব ভালো একটা বই] ২) নিম্ন মাধ্যমিক বিজ্ঞান [৮ম শ্রেণী] ৩) মাধ্যমিক সাধারণ বিজ্ঞান [ ৯ম শ্রেণীর] ৪) পদার্থ বিজ্ঞান [৯ম শ্রেণী] ৫) রসায়ন বিজ্ঞান [৯ম শ্রেণী] ৬) জীব বিজ্ঞান [৯ম শ্রেণী]
৬. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ easy computer
৭. বাকি বিষয়গুলোর জন্য যেকোন প্রকাশনীরটা
৮. বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীঃ
১) মাধ্যমিক ইতিহাস [৯ম শ্রেণী] ২) মাধ্যমিক ভূগোল [৯ম শ্রেণী] ৩) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান [৯ম শ্রেণী] ৪) আব্দুল হাই এর বাংলাদেশ বিষয়াবলী
৫) সাধারণ জ্ঞানের যেকোনো ভাল বই( যেমন>প্রফেসর’স/ ওরাকল/ MP3 সিরিজের সাধারণ জ্ঞানের বই)
৬) বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্র ও মানচিত্র .
♦পুনশ্চ:
বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে অনেক বেশী জানতে হবে! এজন্য অনেক বেশি তথ্য মাথায় রাখতে হবে যা অসম্ভব !!
১.কি কি বাদ দিতে হবে তা খুঁজে বের করা(বিগত সালের প্রশ্ন পড়লেই বুঝতে পারবেন)
২.সব কিছু জিনিসের কিছু কিছু আর কিছু কিছু বিষয়ের সব কিছু জানতে হবে।অর্থা্ৎ গুরুত্তপূর্ণ বিষয় গুলোর গভীরে যেতে হবে।এটাও বুঝতে পারবেন লিখিত ও প্রিলির বিগত প্রশ্ন থেকেই।
৩. যা শিখবেন স্পষ্ট করে শিখবেন কোন কনফিউসন রাখবেন না, কনফিসন হলেই নেটে বেশি বেশি সার্চ দিন।
৪.গ্রুপ স্টাডি করবেন আর বেশি বেশি এক্সাম দিন/ প্রশ্ন সলভ করুন।
৫.যে কোন বিষয় বিশ্লেষন করার ক্ষমতা বাড়ান
৬.ইংরেজীতে ও গণিতে দক্ষতা বাড়ান
৭.প্রতিদিন কিছু শব্দভান্ডার বাড়ান ও ইংরেজীতে কিছু না কিছু লিখুন,আর আয়নার সামনে দাঁড়িয়ে ভালো ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করুন এতে মুখের জড়তা কেটে যাবে।
৮. প্রতিদিনের নতুন নতুন জানা জ্ঞানকে নোট করুন( প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা)
৯.অযথা কোন কিছুর ছন্দ মুখস্ত করতে যাবেন না, তবে খুব ছোট হলে ভিন্ন কথা। কঠিন বিষয় গুলোকে নিজের পরিচিত কোন কিছু/ কারো সাথে মিল রাখার চেষ্টা করুন।
সবার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: